ICC চেম্পিয়ানচ ট্রফী ২০২৫ এর ফাইনেলে ভারতের জয় লাভ।৪ উইকেটে নিউজীলেণ্ডকে পরাস্ত করে তৃতীয়বারের জন্য চেম্পিয়ানচ ট্রফী দখল করেন রোহিত বাহীনি ডুবাই ইন্টারন্যেশনল ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল চেম্পিয়ানচ ট্রফী ২০২৫ এর ফাইনেল । টছে জয়ী হয়ে প্রথমে বেটিঙের সিদ্ধান্ত নেওয়া কিবি বাহীনিরা ৫০ অভারে ভারতীয় বলারদের হাতে ৭টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫১ রাণ এবং রোহিত বাহীনিকে দিয়ে দে ২৫২ রাণের লক্ষ্য। ভারতের হয়ে প্রথমে রোহিত শর্মা এবং শুভমন গিলের যুটী সংগ্রহ করে ১০৫ রাণে। ৩১ রানে যদিও অউট হন শুভমন গিল, রোহিত শর্মাই ৮৩ বলে সংগ্রহ করে ৭৬ রাণ। বিরাট কোহলি ১ রাণে আউট হওয়ার পর শ্রেয়াস আয়ারে ৬২ বলে সংগ্রহ করে ৮৪ রাণ। পরপর তিনটি উইকেট হারান রোহিত বাহীনি। ৪৯ অভারে ৬টি উইকেট হারিয়ে ২৫৪ রাণ করে ১২ বছর পর চেম্পিয়ানচ ট্রফী ছিনিয়ে নিতে সক্ষম রোহিত বাহিনীরা। ভারতের এটি তৃতীয় চেম্পিয়ানচ ট্রফী দখল। এর আগে ২০০২ সালে এবং ২০১৩ সালে বিজয়ী হয়েছিল ভারত।