৪ মার্চে ডুবাইতে অনুষ্ঠিত হওয়া চেম্পিয়ানচ ট্রফী ২০২৫ এর ছেমি ফাইনেলে অষ্ট্ৰেলিয়ার বিরুদ্ধে ভারতের জয় লাভ। অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ সালের বিশ্বকাপের বদলা নিলেন রোহিত বাহিনী। ভারতীয় দলটি ৪ রানের ব্যবধানে পরাস্ত করে অষ্ট্রেলিয়াকে এবং প্রবেশ করে চেম্পিয়ানচ ট্রফী ২০২৫ এর ফাইনেলে। টছে জয়ী হয়ে প্রথমে বেটিঙের সিদ্ধান্ত নেওঁয়া কেংগেরু বাহিনীয়ে ৪৯.৩ অভারে ভারতীয় বলারদের হাতে হারাতে হয় সবকইটি উইকেট। ভারতের হয়ে মহম্মদ ছামীয়ে ৩টি উইকেট দখল করার সাথে রবীন্দ্র যাদেযা এবং বরুণ চক্রবর্তীয়ে দখল করেন একটি করে উইকেট তার সাথে হার্দিক পাণ্ডিয়া আর অক্সর পেটেলেও একটি করে উইকেট দখল করতে সক্ষম হ’ন । অবশেষে কেংগেরু বাহিনীয়ে ভারতীয় দলটিকে দিয়ে দে ২৬৫ রানের টার্গেট।২৬৫ রানের টার্গেট সামনে নিয়ে ক্রীজে নামা রোহিত বাহিনীরা ৪৮.১ অভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৬৭ রান। ভারতের হয়ে বিরাট কোহলীয়ে ৯৮ বলে ৮৪ রান সংগ্রহ করে।বুধবারে পাকিস্তানের লাহোর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ICC চেম্পিয়নচছ ট্ৰফীর দ্বিতীয় ছেমি ফাইনেল। বুধবারে ছেমি ফাইনেলে মুখামুখি হবে নিউজিলেণ্ড বনাম দক্ষিন আফ্রিকা। ৯ মার্চে অনুষ্ঠিত হবে ICC চেম্পিয়নচছ ট্ৰফীর ফাইনেল মেচ পাকিস্তানের পরিবর্তে ৯ মার্চে রোহিত বাহিনীরা ডুবাইতে খেলবে চেম্পিয়নচছ ট্ৰফীর ফাইনেল মেচ।